ওয়ার্ল্ড ইনসাইড

ফের করোনায় আক্রান্ত বাইডেন


প্রকাশ: 31/07/2022


Thumbnail

৯ দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার (২৭ জুলাই) তার করোনা টেস্ট নেগেটিভ আসে। কিন্তু শনিবার (৩০ জুলাই) ফের করোনা টেস্টের ফল পজেটিভ এসেছে তার। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট বাইডেনের চিকিত্সক বলেছেন, করোনার কোনো লক্ষণ নেই। তিনি হোয়াইট হাউসে আইসোলেশনে রয়েছেন।

গত ২১ জুলাই হোয়াইট হাউস জানিয়েছিল, বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর গত মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ও বুধবার (২৭ জুলাই) সকালে তার এন্টিজেন টেস্ট করা হয়। কিন্তু দুবারই ফল নেগেটিভ আসে।

জো বাইডেন করোনার পরিপূর্ণ টিকা গ্রহণ করেছেন। দুইটি বুস্টার ডোজও নিয়েছেন। করোনা আক্রান্ত হলেও হোয়াইট হাউসে আইসোলেশনে থেকে ভার্চ্যুয়ালি বিভিন্ন বৈঠক ও ব্রিফিংয়ে অংশ নিয়েছেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭