ওয়ার্ল্ড ইনসাইড

লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া


প্রকাশ: 31/07/2022


Thumbnail

ইউরোপের দেশ লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া।  শনিবার ( ৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্যাস কেনার শর্ত ভঙ্গের অভিযোগ এনে ইউরোপের দেশ লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে জ্বালানি খাতের প্রতিষ্ঠান গ্যাজপ্রম গ্যাজপ্রম। তবে চুক্তির কোন বিষয়টি ভঙ্গ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।  

প্রতিবেশী দেশ রাশিয়ার ওপর প্রাকৃতিক গ্যাস আমদানিতে অনেকখানিই নির্ভরশীল লাটভিয়া। তবে লাটভিয়ার সরকার দাবি করেছে, গ্যাজপ্রমের এ সিদ্ধান্তের ফলে বড় কোনো প্রভাব পড়বে না।  

লাটভিয়ান অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা এডিজ সাইকানস জানান, তাদের দেশে ব্যবহৃত জ্বালানির মধ্যে ২৭ শতাংশ গ্যাস ব্যবহার করা হয়।  

বুধবার (২৬ জুলাই) নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের একটি টারবাইনে কাজ করার জন্য জার্মানিতে গ্যাস সরবরাহ কমানোর ঘোষণা দেয় গ্যাজপ্রম। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।  


সূত্র: বিবিসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭