ইনসাইড বাংলাদেশ

সুনামগঞ্জে পুকুরের খাদে আটকে দুই স্কুল ছাত্রীর মৃত্যু


প্রকাশ: 01/08/2022


Thumbnail

সুনামগঞ্জে গোসল করতে নেমে পুকুরের তলদেশে ভরাট হয়ে থাকা খাদে (পলি মাটিতে ভরাট হওয়া কাঁদা) আটকে পড়ে রুমা ও মারিয়া নামের ৮ বছর বয়সী দুই স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

রোববার (৩১ জুলাই) বিকেলে জেলার বিশম্ভরপুরের ধনপুর ইউনিয়নের তরংঙ্গীয়া কৃষ্ণতলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রুমা আক্তার (৮) উপজেলার তরংঙ্গীয়া কৃষ্ণতলা গ্রামের দেলোয়ার হোসেনের শিশু কন্যা ও  মারিয়া আক্তার (৮) একই গ্রামের শফিক মিয়ার শিশু কন্যা। নিহত দু’জনই আপন মামামো-ফুফাত বোন। নিহতরা স্থানীয় ব্রাক ও প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী ছিলেন।

এদিকে দুই স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা জানাজানির পর নিজ গ্রাম ছাড়াও আশে পাশের কয়েক গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১ আগস্ট) সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আহমদ আলী দুই শিশু কন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

নিহত শিশুদের পারিবারিক সূত্র জানায়, উপজেলার তরংঙ্গীয়া কৃষ্ণতলা গ্রামের  প্রতিবেশী পরিবারের পুকুরে রোববার বিকেলে গোসল করতে নামেন মামাত-ফুফাত বোন রুমা ও মারিয়া। সন্ধ্যা গরিয়ে আসার পরও তারা ফিরে না আসায় তাদের সন্ধানে নামে পরিবার ও প্রতিবেশীরা। পরে প্রতিবেশীরা গ্রামের পুকুর ঘাটে তাদের জামা-কাপড় দেখে পুকুরেই তাদের সন্ধান করেন।  

এক পর্যায়ে পুকুরের তলদেশে থাকা খাঁদে আটকে পড়া অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেন গ্রামের প্রতিবেশী লোকজন।

ধনপুর ইউপি চেয়ারম্যান মিলন মিয়া বলেন, ধারণা করছি  গোসল করতে নেমে দুই বোন পুকুরের তলদেশে ভরাট হয়ে থাকা খাদে (পলি মাটিতে) আটকে পড়ে মারা গেছে।  


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭