ওয়ার্ল্ড ইনসাইড

রুশ হামলায় ইউক্রেনের শীর্ষ ধনী ব্যবসায়ী নিহত


প্রকাশ: 01/08/2022


Thumbnail

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে ব্যাপক বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির এক ধনী ব্যবসায়ী ও তার স্ত্রী নিহত হয়েছেন।

ইউক্রেনের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওলেক্সি ভাদাটুরস্কি এবং তার স্ত্রী রাইসা এক ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হন। গতকাল রাতে এই হামলা চালানো হয়।

ভাদাটুরস্কি ছিলেন নিবুলন নামের একটি কোম্পানির মালিক, যেটি ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানি করতো। তিনি রাষ্ট্রীয় ‘হিরো অব ইউক্রেন’ পুরস্কারও পেয়েছিলেন। 

অঞ্চলটির নেতা ভিতালি কিম বলেছেন, ভাদাতুরস্কি মাইকোলাইভ তথা ইউক্রেনের জন্য অনেক কিছু করেছেন। 

শহরের মেয়র ওলেকসান্দার সেনকেয়েভিচ বলেন, পাঁচ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর এই শহরে সম্ভবত এটাই সবচেয়ে তীব্র রুশ আক্রমণ।

শনিবার রাতে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরিত্যক্ত এক স্কুলে আঘাত হানে। এরপর পাশের আবাসিক এলাকার একটি ভবনে আগুন ধরে যায়। দমকল কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এছাড়া হামলায় একটি হোটেল, একটি স্পোর্টস কমপ্লেক্স, দু’টি সার্ভিস স্টেশন ও বাড়িঘরের ক্ষতি হয়েছে।  

শহরের মেয়র আলেক্সান্ডাার সেনকেয়েভিচ জানান, উদ্ধার কর্মীরা সেখানে এখন কাজ করছে। 

মিকোলাইভের অবস্থান ইউক্রেনের প্রধান সমূদ্রবন্দর ওডেসায় যাওয়ার পথে, এবং সেজন্যে এই শহরের নিয়ন্ত্রণকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রাশিয়া এর আগেও এই শহরে হামলা চালিয়েছে। 

সূত্র: বিবিসি 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭