ওয়ার্ল্ড ইনসাইড

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীনের হুঁশিয়ারি


প্রকাশ: 01/08/2022


Thumbnail

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে চীনের সেনাবাহিনী হাত গুঁটিয়ে বসে থাকবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে।

সোমবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং বলেন, পেলোসি যুক্তরাষ্ট্র সরকারের তিন নম্বর কর্মকর্তা। তার তাইওয়ান সফর গুরুতর রাজনৈতিক প্রভাব ফেলবে।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসি তাইওয়ান সফর করলে পরিণতি ভোগের হুমকি দিয়েছিল চীন।

ন্যান্সি পেলোসি রবিবার এশিয়া সফর শুরু করে। তিনি সিঙ্গাপুর জাপান এবং মালয়েশিয়া সফর করবেন। তার সফরসূচিতে তাইওয়ানের কথা উল্লেখ নেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭