ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্বে মৃত্যু আরও ৯৬৫, শনাক্ত সাড়ে ছয় লাখ


প্রকাশ: 02/08/2022


Thumbnail

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনার শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২০ হাজার ৩১৫ জন। এ সময় নতুন শনাক্ত হয়েছে ৬ লাখ ৩০ হাজার ৭৭২ জন। এই নিয়ে মোট শনাক্ত ৫৮ কোটি ৮২ লাখ ২৪ হাজার ৮৬৩ জন। এ সময়ের মধ্যে বিশ্বে এ ভাইরাস থেকে সুস্থ হয়েছে ৭ লাখ ১১ হাজার ৩৯১ জন। আর মোট সুস্থের সংখ্যা ৫৫ কোটি ২২ লাখ ২৩ হাজার ৫৬৬ জন। 

মঙ্গলবার (২ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে। 

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোতে। আর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপানে। 

জাপানে এ সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯১ জনের। আর শনাক্ত হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৬০ জন। জাপানে এ পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লাখ ৫৩ হাজার ১০ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের দিক দিয়ে ৫০ হাজার অতিক্রমকারী দেশের তালিকায় রয়েছে- যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে যথাক্রমে ৫৫ হাজার ১৪ এবং ৭৩ হাজার ৫৮৯ জন। 

এছাড়া এ সময়ে বিশ্বে মেক্সিকো ছাড়া অন্যান্য দেশে মৃত্যুর সংখ্যা শতকের নিচেই রয়েছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭