ইনসাইড ট্রেড

মাসজুড়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী


প্রকাশ: 02/08/2022


Thumbnail

শোকাবহ আগস্ট মাসে দেশব্যাপী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে এক কোটি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় এ পণ্য দেওয়া হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কারা এ পণ্য পাবেন সেজন্য আগে থেকে আমাদের একটা জাতীয় কাঠামো রয়েছে। কারা দুস্থ, কারা দরিদ্রসীমার নিচে রয়েছে সেটাকে মেনটেইন করে টিসিবি কার্ড দেওয়া হয়েছে। তারাই এ পণ্য পাবেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাস্টন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭