ইনসাইড বাংলাদেশ

সেপ্টেম্বরে বিদেশে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী


প্রকাশ: 02/08/2022


Thumbnail

পুরো সেপ্টেম্বর মাসজুড়ে তিন দেশ সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর সূচির খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। খুব শীঘ্রই চূড়ান্ত হবে।

খসড়া সময়সূচি অনুসারে প্রধানমন্ত্রী ৫,৬,৭ সেপ্টেম্বরে ভারত সফর করবেন। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। একই সাথে দুই প্রধানমন্ত্রী রাম পাল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন।

৮ তারিখ প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফরে যাবেন এবং সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। খসড়া সময়সূটি অনুযায়ী সাত দিন তার যুক্তরাজ্যে থাকার কথা রয়েছে। 

১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি যোগ দেওয়ার জন্য নিউইয়র্ক সফরে যাবেন।

নিউইয়র্ক জাতিসংঘের ভাষণ দেওয়া ছাড়াও তার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।

খসড়া সময়সূটি অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশের ফেরার কথা সময়সূচি নির্ধারণ করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭