কোর্ট ইনসাইড

ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের শ্রমিকদের সমঝোতা প্রশ্নবিদ্ধ কি না, দেখবে দুদক: হাইকোর্ট


প্রকাশ: 02/08/2022


Thumbnail

গ্রামীণ টেলিকমের শ্রমিকদের কাছ থেকে ১৬ কোটি টাকা ফিস নেয়ার কথা প্রতিবেদন আকারে হাইকোর্টে জানিয়েছেন আইনজীবী ইউসুফ আলী। আর অবশিষ্ট ১০ কোটি টাকা রয়েছে ট্রেড ইউনিয়নের কাছে।

মঙ্গলবার (২ আগস্ট) বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে ইউসুফ আলীর আইনজীবীরা হলফনামা আকারে এ তথ্য জানান। তবে অন্যান্য খরচ বাবদ ১০ কোটি টাকা কোন খাতে খরচ হয়েছে তা সুনির্দিষ্ট করে দুই দিনের মধ্যে আদালতে জানাতে বলা হয়েছে।

বিচারপতি খুরশীদ আলম সরকারের কোম্পানি বেঞ্চে এ প্রতিবেদন তুলে ধরলে হাইকোর্ট বলেন, ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের শ্রমিকদের সমঝোতা বিষয়ে কোন অনৈতিক কিছু হয়েছে কি না তা দুদক দেখবে। 

হাইকোর্ট আরও বলেন, কে কত টাকা নিয়েছেন সেটি পরিষ্কার করুন।

শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ না দিয়ে কেন ট্রেড ইউনিয়নের কাছে দেয়া হলো সে প্রশ্নও রাখে হাইকোর্ট। বলেন, ট্রেড ইউনিয়ন সম্পর্কে মানুষের ভালো ধারনা নেই। 

বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেবে হাইকোর্ট। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭