ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে মাঙ্কিপক্স শনাক্তের সংখ্যা বেড়ে ৭ জন


প্রকাশ: 02/08/2022


Thumbnail

প্রতিবেশি দেশ ভারতে বৈশিক মহামারি করোনাভাইরাসের মধ্যেই হানা দিয়েছে মাঙ্কিপক্স ভাইরাস। দেশটিতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের খোজ পাওয়া গেছিলো কেরেলায়। এরপর থেকে দেশটিতে ক্রমান্বয়ে বেড়ে চলেছে পাঙ্কিপক্সের সংখ্যা। আক্রান্তের প্রথম থেকে এখন পর্যন্ত দেশটিতে মাঙ্কিপক্সের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। 

মঙ্গলবার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফেরা এক ব্যক্তির শরীরেই মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে করে দেশটিতে মাঙ্কিপক্স শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। এর মধ্যেই এক কেরালা রাজ্যেই শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ জন। কেরালার স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মাঙ্কিপক্সে আক্রান্ত বলে সর্বশেষ শনাক্ত হওয়া ওই যুবক সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় ফিরেছেন জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ। ৩০ বছর বয়সী ওই যুবককে বর্তমানে মলপ্পুরমের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

সংবাদমাধ্যম বলছে, হাসপাতালে ওই যুবককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২৭ জুলাই কোঝিকোড় বিমানবন্দরে পৌঁছান তিনি। কেরালায় এই নিয়ে পাঁচ জন মাঙ্কিপক্সে সংক্রমিত হলেন।

এদিকে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে কেরালায়। রাজ্যটির ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকও সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন।

অবশ্য কেরালা ছাড়াও ভারতের রাজধানী দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এছাড়া রাজস্থান, হায়দরাবাদেও মাঙ্কিপক্স উপসর্গ দেখা গেছে কয়েক জনের শরীরে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭