টেক ইনসাইড

খুব শীঘ্রই বাজারে আসছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন


প্রকাশ: 03/08/2022


Thumbnail

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং খুব শীঘ্রই বাজারে নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এক্সকভার৬ প্রো মডেলের ফোনটি৷ এই ফোনটি ধুলাবালি ও পানি পরিশোধন যোগ্য এবং হাতে গ্লাভস পড়েও ব্যাবহার করতে পারবেন যা অন্যসব স্মার্টফোনে করতে গেলে বাধার সৃষ্টি হয়।  বলা যায় যারা একটু টেকসই ফোন খুজছেন তাদের জন্য দারুণ একটি ফোন এই স্যামসাং গ্যালাক্সি এক্সকভার৬ প্রো। তাহলে চলুন বাজারে আসন্ন এই ফোনের স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে কিছুওটা ধারণা নিয়ে নেই-

ডিসপ্লেঃ
স্যামসাং গ্যালাক্সি এক্সকভার৬ প্রো-এ ৬.৬ ইঞ্চির পিএলএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি+রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ইনক্রিজড টাচ সেন্সিটিভিটি এবং কর্নিং গরিলা গ্লাস  ভিক্টাস এর নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটির। 

বডিঃ
স্যামসাং গ্যালাক্সি এক্সকভার৬ প্রো ফোনটি কালো রঙের। এই ফোনিটিতে ব্যাপার করা যাবে ন্যানো ডুয়েল সিম।উক্ত ফোনটির আয়তন হবে ১৬৯×৮০×১০ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ২৩৫ গ্রাম।

হার্ডওয়্যারঃ 
স্যামসাং গ্যালাক্সি এক্সকভার৬ প্রো ফোনটিতে দেওয়া হয়েছে  অক্টাকোর  (4x2.4 GHz Kryo 670 & 4x1.8 GHz Kryo 670) প্রসেসর।

উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়ড ভার্সন ১২।
 
ফোনটিতে রয়্বছে ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট এবং পোর্ট ২.০ দেওয়া আছে।

এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২ , ডিরেক্ট ওয়াইফাই সহ রয়েছে যাবতীয় সুবিধা।

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৬ প্রো এর ব্যাটারীটি দেওয়া হয়েছে ৪০৫০ মিলি অ্যাম্পিয়ার এর এবং ফাস্ট চার্জিং।

ক্যামেরাঃ
রিয়ার প্যানেলে অবস্থিত ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। এছাড়াও, সেলফি ভিডিও কলিং এর জন্য, ফোনের সামনে ওয়াটারড্রপ নচের ভেতরে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

মূল্যঃ
স্যামস্যাং গ্যালাক্সি এক্সকভার৬ প্রো ফোনটির মূল্য বাংলাদেশি টাকায় আপাতত  নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ১২০ টাকা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭