ইনসাইড ইকোনমি

বেনাপোল বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি বেড়েছে


প্রকাশ: 03/08/2022


Thumbnail

বেনাপোল বন্দর দিয়ে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ বেড়েছে। আমদানি হতো এমন অনেক পণ্যই এখন রপ্তানির তালিকায় যুক্ত হয়েছে। বেনাপোল বন্দর সদ্য সমাপ্তি ২০২১-২২ অর্থ বছরে ৪ লাখ ৫১ হাজার ৩৯৫ মেট্রিক টন পণ্য ভারতে রপ্তানি হয়েছে। যা গেল বছরের তুলনা ১ লাখ ৫৪ হাজার ৩৪৪ মেট্রিক টন বেশি।
 
বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, গত ১০ বছর আগেও এ বন্দর দিয়ে কেবল আমদানি বাণিজ্যে গুরুত্ব ছিল। তবে বাংলাদেশি পণ্যের গুণগত মান ভালো হওয়ায় চাহিদা বাড়তে থাকে ভারতে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাটজাত পণ্য, তৈরি পোশাক, কেমিক্যাল, অ্যাসিড, কাগজ, মাছ, টিস্যু, মেলামাইন, রাইস ব্রান্ড, ও মেহেগনি ফলসহ শতাধিক প্রকারের পণ্য।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, দেশের অর্থনীতিকে সচল রাখতে করোনাকালীনও কাস্টমসের পাশাপাশি বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা ২৪ ঘণ্টা বাণিজ্যসেবা চালু রাখায় বিপুল পরিমাণে রপ্তানি বেড়েছে। আরও দ্রুত যাতে রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করতে পারে এজন্য ভারতীয় কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।  

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ জানান, বেনাপোল বন্দর দিয়ে ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৩৯৫ মেট্রিক টন। আর ২০২০-২১ অর্থবছরে রপ্তানি পণ্যের পরিমাণ ছিল ২ লাখ ৯৭ হাজার ৫০ মেট্রিক টন। যা ২০২১-২২ অর্থ বছরে ১ লাখ ৫৪ হাজার ৩৪৪ মেট্রিক টন পণ্য বেশি রপ্তানি হয়েছে। এবং এ বন্দর দিয়ে রেলপথে ভারতে পণ্য রপ্তানির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে তিনি জানান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭