ইনসাইড বাংলাদেশ

রাবিতেও ‍সুযোগ পেলেন না পঞ্চাশোর্ধ্ব সেই বেলায়েত


প্রকাশ: 03/08/2022


Thumbnail

২০২১-২২ সেশনের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন পঞ্চাশোর্ধ্ব বেলায়েত শেখের। ভর্তি পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। তবে অকৃতকার্য হয়েছেন পঞ্চাশোর্ধ্ব বেলায়েত শেখের।  

মঙ্গলবার (২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশিত ফলাফলে এ তথ্য দেখা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুসারে, ‘এ’ ইউনিটের গ্রুপ-১ এ পরীক্ষা দিয়ে ১৭ দশমিক ৮৫ নম্বর পেয়েছেন বেলায়েত শেখ। যা মোট পাশ নম্বরের অর্ধেকের কম। এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশ নম্বর নির্ধারিত ছিল ৪০। তাই নির্ধারিত নম্বর না পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নভঙ্গ হলো বেলায়েতের। 

উচ্চশিক্ষা লাভের নেশায় আচ্ছন্ন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নিরাশ হয়েছেন। জাবি ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় রবিবার (৩১ জুলাই) ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু সাহিত্য ইনিস্টিটিউটের প্রথম শিফটে পরীক্ষা দিয়েছেন তিনি। ফল নিয়ে  আশাবাদী হলেও জাবিতেও চান্স হয়নি তার।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭