ইনসাইড এডুকেশন

রাবির ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রথম হলেন প্রক্সি পরীক্ষার্থী!


প্রকাশ: 03/08/2022


Thumbnail

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মানবিক অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী গ্রুপ-২ এ প্রথম হয়েছেন মু. তানভীর আহমেদ নামে এক প্রক্সি পরীক্ষার্থী। পরীক্ষায় ৯২.৭৫ নম্বর পেয়ে তিনি প্রথম স্থানে রয়েছে। এছাড়া একই ইউনিটের গ্রুপ-৩ এ আরেক প্রক্সি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ওয়েবসাইটে প্রকাশিত ফলে দেখা যায়, 'এ' ইউনিটের গ্রুপ-২ এ প্রথম হয়েছেন ৩৯৫৩৪ রোলের পরীক্ষার্থী তানভীর আহমেদ। যার হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়ে ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন প্রক্সিদাতা বায়জিদ খান। এছাড়া গ্রুপ-৩ এ মেধাতালিকায় ৬ হাজার ৯২১তম হয়ে উত্তীর্ণ হয়েছেন ৬২৮২৮ রোলের পরীক্ষার্থী মোছা. ইশরাত জাহান। যার হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়ে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন প্রক্সিদাতা জান্নাতুল মেহজাবিন। এছাড়া বাকি দুজন প্রক্সি পরীক্ষার্থীকে ওয়েবসাইটে প্রকাশিত ফলে এক্সপেলড দেখানো হয়েছে।

এ বিষয়ে এ ইউনিটের প্রধান সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, যেহেতু ওই ওএমআর সিটটি ভ্যালিড আছে, তাই রেজাল্ট চলে এসেছে। আমরা এখন অন্যান্য তথ্য নিচ্ছি। এই বিষয়টি নিয়ে উপ-উপাচার্য স্যারের সঙ্গে আমরা কথা বলছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমি বিষয়টি জেনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭