ইনসাইড ইকোনমি

জুনের তুলনায় জুলাইয়ে কমেছে মূল্যস্ফীতি


প্রকাশ: 03/08/2022


Thumbnail

জুনের তুলনায় জুলাই মাসে মূল্যস্ফীতি কমেছে। গত জুন মাসে যা ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ সেটি কমে জুলাই মাসে হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। 

বুধবার (০৩ আগস্ট) পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, জুন মাসে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। জুলাই মাসে তা কমে হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। এক মাসে মূল্যস্ফীতি কমেছে দশমিক ৮ শতাংশ। ধারনা করা যাচ্ছে চলতি মাসে মূল্যস্ফীতি আরও কমে আসবে।
 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূলত ৪২২টি পণ্য নিয়ে মূল্যস্ফীতির হিসাব করে। এক্ষেত্রে জুন মাসে খাদ্যমূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ, জুলাই মাসে তা কমে হয়েছে ৮ দশমিক ৭৯ শতাংশ।
 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবমতে, জুন মাসের তুলনায় জুলাই মাসে খাদ্যমূল্যস্ফীতি কমলেও, বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। জুন মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৫১ শতাংশ। জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৮ শতাংশে।
 
এ ব্যাপারে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, চাল, তেল ও গমের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে। রাশিয়া থেকে গমের চালানও আসছে। এছাড়াও নিম্নআয়ের মানুষের বেশি ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে আলাদা হিসাব করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭