কালার ইনসাইড

সেপ্টেম্বরে ওপার বাংলায় অভিষেক হচ্ছেন অপু বিশ্বাস


প্রকাশ: 03/08/2022


Thumbnail

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এপার বাংলার দর্শকপ্রিয়তা কুড়িয়ে এবার তার অভিষেক হতে যাচ্ছে ওপার বাংলায়। প্রথমবারের মতো তিনি টলিউডের সিনেমায় কাজ করেছেন। সিনেমার নাম ‘আজকের শর্টকাট’। ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী।

আগামী সেপ্টেম্বরে কলকাতায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, অনেকদিন আগে সিনেমাটিতে অভিনয় করেছিলাম। তবে মহামারি করোনার কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

নিজের চরিত্রের কথা জানিয়ে তিনি আরও বলেন, সিনেমার গল্পে আমি বাংলাদেশের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সবকিছু মিলিয়ে দারুণ একটা কিছু হবে বলে আশা করছি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

২০১৮ সালে নচিকেতা চক্রবর্তীর গল্প নিয়ে সিনেমা করার ভাবনা প্রথম মাথায় আসে পরিচালকের। যেমন ভাবা, তেমনই কাজ। সিনেমার শুটিং শেষ হয় ২০১৯ সালে। মুক্তির ঠিক আগেই অতিমারি। টানা দু’বছরের অপেক্ষা। অবশেষে চলতি বছরের সেপ্টেম্বরে একসঙ্গে দুই বাংলায় মুক্তি পেতে চলেছে ‘আজকের শর্টকাট’।

এদিকে, প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। আগামী নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭