ইনসাইড গ্রাউন্ড

জয় দিয়ে আসর শুরু সাদিয়া ও সোনামের


প্রকাশ: 03/08/2022


Thumbnail

কমনওয়েলথ গেমসের শুরুতে যেখানে অন্য ইভেন্ট গুলোয় পিছিয়ে রয়েছেন দেশের অ্যাথলেরা, সেখানে টেবিল টেনিসের পুরুষ দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিলেন রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদদের বাংলাদেশ দল। আজ বুধবার মেয়েদের এককের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেও জয় দিয়ে আসর শুরু বাংলাদেশের দুই খেলোয়াড় সাদিয়া রহমান ও সোনাম সুলতানা। জিতেছেন ছেলেদের এককে রিফাত সাব্বির।

ভানুয়াতুর রোয়ানা আবেলকে ৪-০ সেটে হারিয়েছেন সাদিয়া। বেশ দাপটের সঙ্গেই জিতেছেন প্রতিটি সেট। প্রথম সেট ১১-৭ পয়েন্টে জেতার পর দ্বিতীয় সেট জেতেন ১১-৫ পয়েন্টে। এরপর তৃতীয়টি ১১-৬ পয়েন্টে ও চতুর্থটি ১১-২ পয়েন্টে জেতেন সাদিয়া। পুরো ম্যাচে ৪৪ পয়েন্ট পাওয়া সাদিয়া সার্ভিস থেকেই নিয়েছেন ২৭ পয়েন্ট।

অন্যদিকে সলোমন দ্বীপপুঞ্জের কনি সিফিকে হারিয়ে ৪-০ ব্যবধানে সাদিয়ার মতোই দাপুটে জয় পান সোনাম সুলতানা। প্রথম সেটে ১১-১ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেট জেতেন ১১-৬ পয়েন্টে। এরপর তৃতীয়টিতে ১১-২ ও চতুর্থটিতে ১১-৪ পয়েন্টে হারিয়ে দেন সোনাম।

সোনাম ম্যাচের ৪৪ পয়েন্টের মধ্যে সার্ভিস থেকে নিয়েছেন ২১ পয়েন্ট। গ্রুপের পরের ম্যাচে সোনামের প্রতিপক্ষ কানাডার ক্যাথেরিন মরিন। এবং সাদিয়া পরের ম্যাচটি খেলবেন নাইজেরিয়ার ইসথার ওরিবামিসের বিপক্ষে। এ দুটি ম্যাচে জিততে পারলে দুজনই পৌঁছে যাবেন দ্বিতীয় রাউন্ডে। ওদিকে ছেলেদের এককের প্রথম ম্যাচে রামহিম লিয়ন বম ৪-০ গেমে হেরেছেন উত্তর আয়ারল্যান্ডের ওয়েন কাথকার্টের কাছে। তবে ছেলেদের এককের প্রথম ম্যাচেও রিফাত সাব্বির ৪–৩ সেটে হারিয়েছেন মালদ্বীপের মূসা মুন্সেফ আহমেদকে।

একদিকে যখন সুইমিং পুলে সাঁতারুরা পড়ে থাকছেন সবার পেছনে। এদিকে প্রথম রাউন্ডেই বাদ পড়ছেন বক্সাররা। অ্যাথলেটিকস ট্র্যাক থেকেও কোনো সুখবর দিতে পারছেন না কেউ। ভারোত্তোলনে হয় অযোগ্য বিবেচিত হচ্ছেন, নয়তো প্রত্যাশা অনুযায়ী ফল আসছে না। শুধু টেবিল টেনিসেই যা একটু সুখবর আসলো ইংল্যান্ড থেকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭