ওয়ার্ল্ড ইনসাইড

যুদ্ধ বন্ধে চীনের সাহায্য চাইলেন জেলেনস্কি


প্রকাশ: 04/08/2022


Thumbnail

রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে চীনের সহযোগিতা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সাথে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সরাসরি সাক্ষাতের আবেদন করেছেন তিনি। জেলেনস্কি বলেন, চীন তার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করে তার দেশ চলমান যুদ্ধ থামিয়ে দিতে পারে।

চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে জেলেনস্কি এসব কথা বলেন। বৃহস্পতিবার প্রকাশিত এই সাক্ষাতকারে জেলেনস্কি আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে তার দেশে রাশিয়া আক্রমণ চালাচ্ছে। এরপর থেকে তিনি সরাসরি চীনের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে সেটি এখনও পর্যন্ত সম্ভব হয়নি। 

জেলেনস্কি বলেন, এক বছর আগে আমি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সরাসরি কথা বলেছিলাম। তবে রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পরে আর তার সাথে কথা বলার সুযোগ হয়নি। যদিও আমি এখনো বিশ্বাস করি, যুদ্ধ বন্ধে চীন আমাদের সাহায্য করতে পারে।

চীন ও রাশিয়ার মধ্যে বেশ বোঝাপড়া রয়েছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার পরে বিভিন্ন দেশ নিন্দা জানানোর পাশাপাশি নিষেধাজ্ঞা দেয়। তবু এই ঘটনার ব্যাপারে এখনো মুখ খোলেনি চীন। এদিকে ছয় মাসের এই যুদ্ধে কমপক্ষে ৫ হাজার ৩২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সাথে ১ কোটি ২০ লাখ বাসিন্দা ঘরছাড়া হয়েছেন।  

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যশস্য ও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দারা। 


সূত্র: আল-জাজিরা



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭