লিট ইনসাইড

ভাস্কর চৌধুরী'র প্রেমের কবিতা


প্রকাশ: 05/08/2022


Thumbnail

ভালোবাসা

তোমাকে ভালোবাসতে আমার ভালো লাগে

তাই আমি তোমাকে ভালোবাসি।

এ আমার একার ব্যাপার।


না গেলে ফিরে আসা হয় না কখনো

ফেরার অর্থ আগে যাওয়া।

আমি তাই তোমার কাছে যাই

যাই বলেই ফেরার কাল ঘটে।


জলের সূত্র ছাড়াও জল চোখে থাকে।

তোমাকে পাবার আগে বাসনায় তুমি থাকো।


কারণ অকারণ

অকারণে ঘুঘু ডাকে

ক্যানো ডাকে তাকে জিজ্ঞেস কোরো না।


অকারণেই কারণ ঘটে

কেউ কারণের কারণ খুঁজে যদি

মানুষের ক্ষেত্রে বোকামি।


অকারণে বৃষ্টি হলো আজ

হিমেল বাতাস।


তুমি অকারণ এদিকে তাকালে।

আমার ভালো বোধ হলো।

 


কবি ভাস্কর চৌধুরী। বরেন্দ্রের “লাল মাটি কালো মানুষ” আর গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার কারণে তার ভেতরের জীবনদর্শন, ভাবনার দীপশিখা ও সাহিত্যকর্মের বিশাল অংশজুড়ে রয়েছে বরেন্দ্র মাটি ও মানুষের শত বছরের উপকথাবহুল জীবনযাপন ও আদিবাসী সংস্কৃতি। 


আলোকচিত্রী: অরুণাভ বিলে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭