ইনসাইড গ্রাউন্ড

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশ: 05/08/2022


Thumbnail

টি-টোয়েন্টির হতাশা কাটিয়ে এবার টাইগারদের সামনে ওয়ানডের চ্যালেঞ্জ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ শুক্রবার (০৫ আগস্ট) হারারে স্পোর্টস গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। 

এদিকে, ধারাবাহিক ব্যর্থতায় দলে জায়গা হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে দলে আছেন ঘরোয়া ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ে জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয়। এছাড়া হজ শেষে ছুটি কাটিয়ে দলে আছেন অভিজ্ঞ টাইগার সদস্য মুশফিকুর রহিমও। 

টি-টোয়েন্টিতে সিরিজ হারে টাইগার সামর্থ্য কাঁটা-কম্পাসের নিচে। তবে প্রিয় ফরম্যাট বলেই সে সমালোচনার রাশ টানতে চাইবে বাংলাদেশ। দায়িত্ব নিয়ে গত দেড় বছরে ওয়ানডে ফরম্যাটে, দলকে আমূল বদলে দিয়েছেন তামিম। তার নেতৃত্বে শেষ ৭ সিরিজে হার মাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে। তবুও ঘরের মাঠে প্রতিপক্ষকে বলছেন ভয়ংকর। শঙ্কিত নন উইকেট নিয়েও।

জিম্বাবুয়ের বিপক্ষে এর আগের খেলা ৭৮ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫০ বার। ২০১৪ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে না হারা টাইগাররা হারারে স্পোর্টস ক্লাব মাঠে সবশেষ হেরেছিল ২০১১ সালে।

বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। 

জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা (অধিনায়ক), ইনোসেন্ট কাইয়া, মুসাকান্দা, ভিক্টর নাইয়াচি, সিকান্দর রাজা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েসলে মেধেভেরে, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা ও মিল্টন শুম্বা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭