ইনসাইড গ্রাউন্ড

৩ বছর পর ওয়ানডে দলে বিজয়


প্রকাশ: 05/08/2022


Thumbnail

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার প্রতিদান পেয়েছিলেন এনামুল হক বিজয়। ডাক পেয়েছিলেন জাতীয় দলে। তবে যে ফরম্যাটে রেকর্ড গড়ে ফিরেছিলেন দলে, সেই ওয়ানডেতেই খেলা হচ্ছিল না তার। অবশেষে তার অপেক্ষাটা শেষ হয়েছে। তিন বছর পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়।

২০১৯ সালে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। সে বছর বিশ্বকাপের ঠিক পর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলে ছিলেন তিনি। সেবার বাজে ফর্মের কারণে বাদ পড়েন দল থেকে। এরপর থেকেই তিনি দলের বাহিরে ছিলেন। 

এবছর ঢাকা প্রিমিয়ার লিগে বিশ্বরেকর্ড ১১৩৮ রান করেন তিনি। এমন পারফর্ম্যান্সের ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ডাক পান তিনি। সেই সফরে টেস্ট সিরিজের শেষ ম্যাচে দলে ঢোকেন তিনি। এরপর টি-টোয়েন্টি সিরিজে খেললেও ওয়ানডে দলে জায়গা পাননি তিনি। জিম্বাবুয়ে সফরেও টি-টোয়েন্টি খেলেছেন। এবার অবশেষে ওয়ানডে দলে ঢুকলেন তিনি। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।

এদিকে তার সঙ্গে একাদশে ফিরেছেন মুশফিকুর রহিমও। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭