টেক ইনসাইড

যেভাবে ফেসবুক প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন


প্রকাশ: 07/08/2022


Thumbnail

ফেসবুক প্রোফাইল পিকচার আপলোড করলেই হ্যাকার বা দুষ্কৃতিকারীরা ছবি চুরি করেন। বিশেষ করে নারী ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি বেশি হোন।

তবে কিছুটা কৌশলী হলে এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। চলুন তাহলে জেনে নিই, যেভাবে ফেসবুক প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন-

– প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে প্রোফাইল ট্যাপ করুন।

– এরপর উপরের দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।

– সেখান থেকে লক প্রোফাইল অপশন সিলেক্ট করুন।

– স্ক্রিনের নীচে লক ইউর প্রোফাইল অপশন সিলেক্ট করুন।

– এরপর আপনি প্রোফাইলের ছবি আপলোড করলে কেউ স্ক্রিনশট বা ডাউনলোড করে চুরি করতে পারবে না।

একই সুবিধা ফেসবুক ডেস্কটপ ভার্সন থেকেও পাবেন। তাহলে চলুন জেনে নিই, যেভাবে ফেসবুক প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন-

– প্রথমে ব্রাউজার থেকে ফেসবুক ডটকম ওপেন করতে হবে।

-তারপরে প্রোফাইল ওপর ক্লিক করুন।

– এরপর আগের মতোই থ্রিডট মেনুতে ক্লিক করুন। সেখান থেকে লক প্রোফাইল অপশনে ক্লিক করুন।

– এবার প্রোফাইল লক করার কথা জানিয়ে একটি পপ আপ মেসেজ স্ক্রিনে দেখা যাবে। সেখান থেকে স্ক্রিনের নীচে লক ইউর প্রোফাইল অপশন সিলেক্ট করুন। এরপর আপনি প্রোফাইলের ছবি আপলোড করলে কেউ স্কিনশট বা ডাউনলোড করে চুরি করতে পারবে না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭