ইনসাইড ওয়েদার

লঘুচাপের ফলে আরও তিনদিন থাকবে গরমের তীব্রতা


প্রকাশ: 07/08/2022


Thumbnail

বেশ কয়েকদিন ধরেই দেশে রোদের তাপমাত্রা খুবই তীব্র। আর এই গরমের মূল কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ। এদিকে এই তীব্র গরম  আরও তিনদিন গরম থাকবে। অর্থাৎ আগামী ১০ আগস্টের পর থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে বলে জনাইয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানিয়েছেন।

দিনের তাপমাত্রা এত গরম কেন? এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘সাগরে যখন কোনো সিস্টেম (লঘুচাপ) তৈরি হয় বা সিস্টেম হওয়ার মতো অবস্থা হয়, তখন উপকূলের আবহাওয়া তুলনামূলকভাবে গরম থাকে। আবহাওয়ার মশ্চারগুলো সাগরের সিস্টেম (লঘুচাপ) টেনে নিয়ে যায়। এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা কমে যায়।’

তিনি বলেন, ‘দেশের উপকূলীয় এলাকাগুলো যেমন- খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম উপকূলের পশ্চিম পাশের অংশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। মূলত সাগরে লঘুচাপ হলেই আমাদের এদিকে ভ্যাপসা গরম অনুভূতিটা বেশি মনে হয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী ৯ অথবা ১০ তারিখের মধ্যে উড়িষ্যায় লঘুচাপটি উঠে যাবে। এটি উপকূলে উঠে গেলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এরপরই তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭