ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে সড়ক দখল করে বাস স্ট্যান্ড, ঝুঁকিতে শিক্ষার্থীসহ জনসাধারণ


প্রকাশ: 07/08/2022


Thumbnail

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস আল-আরাফাহ পরিবহন রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক দখলের ফলে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। সম্প্রতি ওই পরিবহনটির খিলবাইচা টিকেট কাউন্টারকে জরিমানা করে ট্রাফিক পুলিশ।

এদিকে সড়কে এভাবে বাস স্ট্যান্ড দিয়ে ভোগান্তিতে ফেলায় ক্ষুব্ধ এ সড়কে যাতায়াতকারীরা।

জানা যায়, রামগঞ্জ উপজেলার পানপাড়া থেকে ঢাকা ও ঢাকা থেকে পানপাড়া রুটে চলাচল করা আল আরাফাহসহ একাধিক যাত্রীবাহী বাস। সম্প্রতি শুধুমাত্র আল আরাফাহ বাসটি সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের খিলবাইচা এলাকার স্থানীয় আরিফ হোসেন একটি কাউন্টার দিয়ে সড়কেই বাসগুলো রেখে ব্যবসা শুরু করে। ফলে আঞ্চলিক এ সরু রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ কয়েকটি বাজারের যাতায়াতকারীরা এ পথে এখন আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয়। এতে করে ভোগান্তি আর আতঙ্ক নিয়ে পারাপার হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীসহ পালেরহাট বাজার ও লক্ষ্মীপুর রামগঞ্জ এ যাতায়াতকারীরা।

এব্যাপারে কাউন্টার ম্যানেজার আরিফ বলেন, সব ম্যানেজ করেই কাউন্টার চালাচ্ছি।

ট্রাফিক পুলিশের টিআই প্রবীর কুমার জানান, কাউন্টার ম্যানেজার আরিফকে সতর্ক করে দেয়া হয়েছে। এসময় সড়কে যাত্রীবাহী গাড়ি রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭