ইনসাইড গ্রাউন্ড

শুরতেই জোড়া আঘাত হাসানের


প্রকাশ: 07/08/2022


Thumbnail

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ বাঁচিয়ে রাখার ম‍্যাচে শুরতেই জোড়া আঘাত হানেন হাসান। শুরুতেই ভাঙল জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি। প্রথম ওভারে কাইতানোকে আউট করার পর এবার এবার ইনোসেন্ট কাইয়াকে নিজের শিকার বানালেন তিনি। অফ স্টাম্পের বাইরের চমৎকার এক ডেলিভারিতে মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েন কাইয়া।

৪ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭ রান।

এর আগে ব্যাটিং করতে এসে প্রথম ইনিংস মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের ফিফটিতে ২৯১ রানের লক্ষ‍্য দিল বাংলাদেশ। 

ভালো শুরুর পর দিক হারানো দলটি শেষ পর্যন্ত ৯ উইকেটে করতে পেরেছে ২৯০ রান।

তিনটি করে ছক্কা ও চারে ৮৪ বলে ৮০ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। প্রথম ৫০ বলে তার রান ছিল ২৭। এরপর রানের গতি বাড়িয়ে দলকে নিয়ে যান তিনশ রানের কাছে।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটীং করতে নেমে শুরটা বেশ ভালো করে পারেনি টাইগাররা। শুরুতেই পরপর দুই ওভারে দুই ওপেনার তামিম-বিজয় আউট হন। তাদের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে দারুণ নির্ভরতা দিচ্ছিলেন মুশফিকুর রহিম।

থিতু হয়ে যখন বড় ইনিংসের সম্ভাবনা দেখাচ্ছিলেন তখনই ঘটলো ছন্দপতন। ওয়েসলি মাধেভেরেকে স্লগ সুইপ করতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তিনি।

তারপর আফিফ ক্রিজে এসে হাল ধরলেন মাহমুদুল্লাহ্র সঙ্গে। গড়ে তোলেন ৮২ বলে ৮১ রানের জুটি। অফ স্পিনারের বল রিভার্স সুইপ করতে চেয়েছিলেন । ঠিক মতো খেলতে পারেননি তিনি, সহজ ক‍্যাচ যায় শর্ট থার্ড ম‍্যানে। তার পরে নেমে মারকুটে ব্যাটিং শুরু করলেও অফ স্পিনার সিকান্দার রাজার শিকার হন মিরাজ। সুইপ করতে গিয়ে লাইন মিস করে এলবিডব্লিউ হন তিনি।

শেষ ওভারে দুটি উইকেট হারায় বাংলাদেশ। ভিক্টর নিয়াউচির প্রথম বলে এক্সট্রা কাভারে ধরা পড়েন তাইজুল ইসলাম। শেষ বলে রান আউট হয়ে যান শরিফুল ইসলাম। মাঝে একটি ছক্কা মারেন মাহমুদউল্লাহ, আগের ওভারে লুক জঙ্গুয়েকেও মেরেছিলেন একটি।

বাংলাদেশ একশ রান ছুঁয়েছিল ১৮তম ওভারে, দ্বিতী দলীয় সেঞ্চুরি আসলো ৪০তম ওভারে। পাওয়ার প্লে শেষে যেখানে বাংলাদেশের রান রেট ছিল ছয়ের উপরে, এক পর্যায়ে সেটা নেমে এসেছিল ৪.৭৫-এ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯০/৯ (তামিম ৫০, এনামুল ২০, শান্ত ৩৮, মুশফিক ২৫, মাহমুদউল্লাহ ৮০*, আফিফ ৪১, মিরাজ ১৫, তাসকিন ১, তাইজুল ৬, শরিফুল ১; ইভান্স ৭.৪-০-৬৪-০, নিয়াউচি ৮-০-৩৯-১, চিভাঙ্গা ৮.২-০-৪৯-১, রাজা ১০-০-৫৬-৩, মাধেভের ৯-০-৪০-২, জঙ্গুয়ে ৭-০-৪০-০)



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭