ইনসাইড গ্রাউন্ড

৩ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে


প্রকাশ: 07/08/2022


Thumbnail

হাসানের পর এইবার উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। ফেরালনে মাধভেরেকে। নিজে যেভাবে আউট হয়েছিলেন সেভাবেই ফুললেংথের বলে স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লু হয়ে ফিrলেন ওয়েসলি মাধেভেরে। মিরাজের বলে মেনে নিতে হলো একই পরিণতি।

ইনিংসে তৃতীয়বারের মতো জোরাল আবেদনে অবশেষে সফল বাংলাদেশ। ২৭ রানে তৃতীয় উইকেট হারিয়ে আরও একবার পিছিয়ে পড়ল জিম্বাবুয়ে।

এর আগে শুরুতেই ওপেনিং জুটি ভাঙলেন হাসান। এক বছরেরও বেশি সময় পর ফিরলেন ওয়ানডেতে, তৃতীয় বলেই পেয়ে গেলেন উইকেটের দেখা। ওভার দ্য উইকেট থেকে করা বলটা লাইন ধরে রেখেছিল, তাতে ক্রিজে আটকে ছিলেন তাকুদজোয়ানাশে কাইতানো। আউটসাইড-এজড হয়েছেন তিনি, উইকেটের পেছনে ডানদিকে ঝুঁকে ক্যাচ নিতে ভুল করেননি মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে প্রথম উইকেট হারিয়েছে ১ রানেই।

ঠিক পরের বলেই এলবিডব্লু হতে পারতেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়া। তবে আম্পায়ার সাড়া দেননি সে আবেদনে, এ সিরিজে আবার নেই রিভিউ। প্রথম ওভারে দারুণ হুমকি তৈরি করেছেন হাসান।

এর সিরিজ বাঁচিয়ে রাখার ম‍্যাচে মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের ফিফটিতে ২৯১ রানের লক্ষ‍্য দিল বাংলাদেশ।

ভালো শুরুর পর দিক হারানো দলটি শেষ পর্যন্ত ৯ উইকেটে করতে পেরেছে ২৯০ রান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭