ইনসাইড গ্রাউন্ড

রাজা-চাকাভার জুটিতে জিম্বাবুয়ের লড়াই


প্রকাশ: 07/08/2022


Thumbnail

আগের ম‍্যাচে অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়ে ফেরা সিকান্দার রাজা আবারও দাঁড়িয়ে গেছেন। মেহেদী হাসান মিরাজকে ছক্কায় ওড়িয়ে ৬৭ বলে ছুঁয়েছেন পঞ্চাশ। এদিকে তার অপর প্রান্তে ব্যাট করা চাকাভাও ছুঁয়ে ফেললেন অর্ধশতকের মাইল ফলক।

রাজা ও রেজিস চাকাভার জুটিতে দ্রুত বাড়ছে জিম্বাবুয়ের রান। পাল্টা আক্রমণ শুরুর পর তাদের ঠেকানোর কোনো পথ যেন পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা।

৩০ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১৫৭। ৭৫ বলে ৫৮ রানে খেলছেন রাজা। ৩৮ বলে চাকাভার রান ৫৮।

প্রায় তিনশ রানের লক্ষ‍্য তাড়ায় শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। পাওয়ার প্লেতে হারিয়েছিলো ৩ উইকেট। এবার সেই চাপে আরেক দফা আঘাত হানেন তাইজুল। নিজের প্রথম ওভারে এসেই সাজঘরে ফেরান টাডিওনাশে মারুমানিকে। ৪২ বলে ২৫ রান করে আউট হন তিনি

১৬ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ৫২। ২৬ বলে ১২ রানে খেলছেন রাজা। আর ৪ বলে ১ রানে আছেন চাকাভা।

এর আগে দুটি উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ, অন‍্যটি মেহেদী হাসান মিরাজ।

শুরুতেই ওপেনিং জুটি ভাঙলেন হাসান। এক বছরেরও বেশি সময় পর ফিরলেন ওয়ানডেতে, তৃতীয় বলেই পেয়ে গেলেন উইকেটের দেখা। ওভার দ্য উইকেট থেকে করা বলটা লাইন ধরে রেখেছিল, তাতে ক্রিজে আটকে ছিলেন তাকুদজোয়ানাশে কাইতানো। আউটসাইড-এজড হয়েছেন তিনি, উইকেটের পেছনে ডানদিকে ঝুঁকে ক্যাচ নিতে ভুল করেননি মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে প্রথম উইকেট হারিয়েছে ১ রানেই।

ঠিক পরের বলেই এলবিডব্লু হতে পারতেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়া। তবে আম্পায়ার সাড়া দেননি সে আবেদনে, এ সিরিজে আবার নেই রিভিউ। প্রথম ওভারে দারুণ হুমকি তৈরি করেছেন হাসান।

ইনিংসের শুরুতে সহজ রান দিচ্ছেন না বাংলাদেশের বোলাররা। প্রথম ১০ ওভারে বাউন্ডারি কেবল চারটি।

এর সিরিজ বাঁচিয়ে রাখার ম‍্যাচে মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের ফিফটিতে ২৯১ রানের লক্ষ‍্য দিল বাংলাদেশ।

ভালো শুরুর পর দিক হারানো দলটি শেষ পর্যন্ত ৯ উইকেটে করতে পেরেছে ২৯০ রান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭