ইনসাইড ট্রেড

পুঁজিবাজারের সকল লেনদেন বন্ধ মঙ্গলবার


প্রকাশ: 08/08/2022


Thumbnail

পবিত্র আশুরা উপলক্ষে আগামীকাল (৯ আগস্ট) দেশের পুঁজিবাজারের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১০ আগস্ট)  যথারীতি লেনদেন শুরু হবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। 

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার জানায়, পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) পুঁজিবাজার বন্ধ থাকবে। এরপরের দিন লেনদেন পুনরায় শুরু হবে। পুঁজিবাজারের পাশাপাশি আগামীকাল ব্যাংক-বিমাসহ সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্বাহী পরিচালক ও মুখপাত্র এসএম শাকিল আখতার জানায়, সরকারি ছুটি অনুসারে মঙ্গলবার আইডিআরএ ও বিমা কোম্পানির অফিসের কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, হিজরি সনের মহররম মাসের ১০ তারিখ আশুরা। এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের করতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭