ইনসাইড গ্রাউন্ড

আফ্রিদিকে টপকে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন রোহিতের


প্রকাশ: 08/08/2022


Thumbnail

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে, টেস্ট ও টি-টোয়েন্টি তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কায় এশিয়ার মধ্যে শীর্ষে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে টপকে এই রেকর্ড এখন তার নামে।

নিজের ক্যারিয়ারে ৫২৪ ম্যাচে ৪৭৬টি ছক্কা হাকিয়েছেন সাবেক ক্রিকেটার আফ্রিদি। আর রোহিত শর্মার দখলে এখন আছেন ৪০৯ ম্যাচে ৪৭৭টি ছক্কা। ২৭ টেস্টে ৫২টি, ৩৯৮ ওয়ানডেতে ৩৫১টি ও ৯৯টি টি-টোয়েন্টিতে ৭৩টি ছক্কা মেরেছেন আফ্রিদি। এদিকে ৪৫ টেস্টে ৬৪টি, ২৩৩ ওয়ানডেতে ২৫০টি ও ১৩২টি টি-টোয়েন্টিতে ১৬৩টি ছক্কা আছে রোহিতের।

তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। সব মিলিয়ে ৪৮৩ ম্যাচে ৫৫৩টি ছক্কা মেরেছেন গেইল।

সর্বশেষ ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ১৬ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৩ রান করেন রোহিত। ইনিংসে ৩টি ছক্কায় তিন ফরম্যাট মিলিয়ে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ছক্কার নজির গড়েন রোহিত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭