ইনসাইড গ্রাউন্ড

তুরস্কে ইমরানের গতির ঝড়


প্রকাশ: 08/08/2022


Thumbnail

তুরস্কের কোনিয়ায় চলমান ইসলামী সলিডারিটি গেমসের ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

কমনওয়েলথ গেমসে ইমরান ১০.৪৬ সেকেন্ড দৌড়েছিলেন। এক সপ্তাহের কম ব্যবধানে টাইমিং ০.৪৫ কমিয়ে এনেছেন। হিটে ইমরানুর ১০.০১ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন।

হিটে ৮ জনের মধ্যে দ্বিতীয় হয়েছেন ইমরানুর। আগামীকাল তুরস্ক সময় বিকেল ৪.৩০ মিনিটে ইমরান সেমিফাইনালে দৌড়াবেন।

অসাধারণ পারফরম্যান্স করেও বেশ নির্ভার ইমরান, ‘ভালো লাগছে বাংলাদেশকে পরবর্তী রাউন্ডে নিতে পেরে। আমার এই পারফরম্যান্সের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, ফেডারেশন, বাংলাদেশ সেনাবাহিনী সহ সকলকে ধন্যবাদ জানাই!’

এই বছরের শুরুতে ১০.৫০ সেকেন্ড টাইমিং করে জাতীয় রেকর্ড করে দ্রুততম মানব হয়েছিলেন। আমেরিকায় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দৌড়েছিলেন ১০.৪৭ সেকেন্ডে আর কমনওয়েলথে ১০.৪৬। আজ ১০.০১ সেকেন্ড দৌড়ে নিজের ক্যারিয়ারের সেই রেকর্ডও ভেঙে দিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭