ইনসাইড পলিটিক্স

মাঠে নামছে আওয়ামী লীগও


প্রকাশ: 08/08/2022


Thumbnail

সরকারের বিরুদ্ধে অপপ্রচার, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির নিয়ে বিরোধী দলের আন্দোলনের হুমকিসহ বিভিন্ন রকম অস্বস্তিকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগও মাঠে নামছে। আগামী ১৪ আগস্ট আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের নিয়ে বৈঠক করছেন। এই বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধি নিয়ে আওয়ামী লীগ রীতিমতো একঘরে হয়ে গেছে। একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলি এটিকে সমর্থন করছেন না এবং এটি নিয়ে নানারকম প্রচার-প্রচারণা শুরু হয়েছে। একদিকে সুশীল সমাজ সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছে এবং এটি যে অর্থনৈতিক সংকটের ইঙ্গিত সে সম্পর্কে তারা জোরেশোরে কথা বলছেন। অন্যদিকে সমস্ত বিরোধী দল একযোগে এর প্রতিবাদে বিভিন্ন রকম কর্মসূচি দিচ্ছে। এমনকি মহাজোটে আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টি ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ১৪ দলের পক্ষ থেকে জাসদ এবং ওয়ার্কার্স পার্টি ইতিমধ্যে এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে এবং সরকারি সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছে। এরকম পরিস্থিতিতে রাজনীতির মাঠে অনেকটাই কোণঠাসা আওয়ামী লীগ। আর এই কোণঠাসা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগ সভাপতি একাধিক রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করছেন বলে জানা গেছে। এই উদ্যোগের অংশ হিসেবেই সামনের দিনগুলোতে প্রকৃত পরিস্থিতি নিয়ে মাঠে নামতে যাচ্ছে আওয়ামী লীগ।

শোকের মাস আগস্টে আওয়ামী লীগ সাধারণত আগস্টকেন্দ্রীক কর্মসূচীর মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখে। এই সময় অন্য কোনো কর্মসূচি আওয়ামী লীগ করে না। এমনকি আগামী ডিসেম্বরে যে কাউন্সিল অনুষ্ঠিত হবে সেই কাউন্সিলের আগে স্থানীয় পর্যায়ের জেলা-উপজেলায় যে সম্মেলন করার কথা সেই সম্মেলনও শোকের মাসে আওয়ামী লীগ স্থগিত রাখে। কিন্তু এর মধ্যে যেভাবে সরকারবিরোধী প্রচারণা শুরু হয়েছে, সেই প্রচারণার জবাব দেয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নিয়ে জনগণকে প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য। ইতোমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতারা মুখ খুলতে শুরু করেছেন। তবে এই বিষয়টি নিয়ে সমন্বিত প্রচারণার উদ্যোগ গ্রহণ করেছে আওয়ামী লীগ। আর এ কারণেই আওয়ামী লীগ সভাপতি ১৪ আগস্ট সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের পরপর ১৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ বিএনপির অপপ্রচার এবং সুশীল সমাজের নানা রকম মিথ্যা তথ্য উপস্থাপনের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে বলে জানা গেছে। এছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো যেমন- ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ এ বিষয় নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে। সবগুলো অঙ্গ-সহযোগী সংগঠনই ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই বিষয়টি নিয়ে কথা বলা শুরু করবে বলে জানা গেছে। আওয়ামী লীগ মনে করছে যে, একতরফা প্রচারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এবং জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করা হচ্ছে। আর এ কারণেই ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণকে প্রকৃত পরিস্থিতি তুলে ধরার উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রকৃত পরিস্থিতি নিয়ে জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ মনে করছে যে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং ইত্যাদি ইস্যু নিয়ে বিরোধী দল এখন মাঠ গরম করতে চেয়েছে এবং সরকারকে কোণঠাসা করতে চাইছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পাল্টা মাঠে নামতে যাচ্ছে আওয়ামী লীগ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭