ওয়ার্ল্ড ইনসাইড

ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি


প্রকাশ: 09/08/2022


Thumbnail

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। খবর বিবিসি ও আল-জাজিরার।

সোমবার (৮ আগস্ট) এফবিআইয়ের গোয়েন্দারা পাম বিচে ট্রাম্পের বিলাসবহুল ‘মার-আ-লাগো’ রিসোর্টে হানা দেন। জানা গেছে, গোপন নথিপত্রের সন্ধানে এ তল্লাশি চালানো হয়।

ডোনাল্ড ট্রাম্প নিজেই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।  

এর আগে, গত ফেব্রুয়ারিতে মার্কিন বিচার বিভাগের প্রতি ট্রাম্পের বাড়ি ও কার্যালয়ে তল্লাশির অনুরোধ জানানো হয় দেশটির ন্যাশনাল আর্কাইভের পক্ষ থেকে। এ কারণে এফবিআইয়ের এমন পদক্ষেপ হতে পারে বলে মনে করছে মার্কিন গণমাধ্যম।

হঠাৎ বাড়িতে তল্লাশির ঘটনায় সমালোচনা করে ট্রাম্প বলেন, নিজেই তদন্তকারীদের সব ধরনের সহায়তায় প্রস্তুত ছিলেন। তাই না জানিয়ে বাড়িতে প্রবেশের দরকার ছিল না। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭