ওয়ার্ল্ড ইনসাইড

এফবিআই'র অভিযান নিয়ে ট্রাম্পের বক্তব্য


প্রকাশ: 09/08/2022


Thumbnail

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) গোয়েন্দাদের তল্লাশি অভিযানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি, সিএনএন ও রয়টার্সের।

যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার সন্ধ্যায় নিজের পছন্দের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ফ্লোরিডার পাম বিচে আমার সুন্দর মার-এ-লাগো বাড়িটা এখন অবরুদ্ধ। অভিযান চালিয়ে বাড়িটি নিয়ন্ত্রণে নিয়েছে এফবিআই সদস্যদের বড় একটি দল।’

ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প বলেন, মার-এ-লাগো বাসভবনে এফবিআইয়ের তল্লাশিপরোয়ানা বাস্তবায়নের বিষয়টি ন্যাশনাল আর্কাইভসের নথিপত্র ব্যবস্থাপনা তদন্তের সঙ্গে সম্পর্কিত।

অভিযানের সময় ট্রাম্প নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অবস্থান করছিলেন। তাঁর বিবৃতির শুরুটা ছিল ঠিক এই রকম, ‘এ ঘটনা জাতির জন্য কালো দিন’। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করার ও সহযোগিতার পরও আমার বাড়িতে এই অঘোষিত অভিযানের প্রয়োজন কিংবা তা যথাযথ ছিল না। এমনকি তারা আমার অনুমতি না নিয়েই ঢুকে পড়ে।’

ট্রাম্প বলেন, এটা ‘বিচারিক অসদাচরণের’ শামিল এবং প্রেসিডেন্ট নির্বাচনে আবার তাঁর প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে ‘বিচারব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহারের’ নামান্তর।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এ ধরনের হয়রানি শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোতেই ঘটতে পারে। দুঃখজনকভাবে আমেরিকা এখন সেসব দেশে পরিণত হয়েছে। দুর্নীতির এই মাত্রা আগে কখনো দেখা যায়নি।’

এদিকে এফবিআইয়ের অভিযানের খবর পেয়ে মার-এ-লাগো রিসোর্টের আশপাশে জড়ো হন ট্রাম্পের সমর্থকেরা। এ সময় দলীয় পতাকার পাশাপাশি তাঁদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের তাঁদের সব চিঠি, কাজের নথি ও ই–মেইল ন্যাশনাল আর্কাইভসে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধভাবে অনেক নথি ছিঁড়ে ফেলেছেন।

ন্যাশনাল আর্কাইভস জানায়, তারা মার-এ-লাগো থেকে ১৫টি বাক্স পুনরুদ্ধার করেছে। এসব বাক্সের কয়েকটিতে স্পর্শকাতর অতি গোপনীয় নথিপত্র ছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭