ইনসাইড বাংলাদেশ

'টাকার ঘাটতি পড়ায় আমরা একটু অসুবিধায় আছি'


প্রকাশ: 09/08/2022


Thumbnail

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন'আমরা বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে। এখন একটু কম, আগামী এক মাসে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটু অসুবিধার মাঝে আছি, টাকার ঘাটতি পড়ে গেছে। অন্যান্য দেশে যুদ্ধ হচ্ছে। আর এর প্রভাব এসে আমাদের উপর পড়ছে। আমরা সহ্য করে বসে আছি।  ঊর্ধ্বে এক দেড় মাস। সব কিছু ঠিক হয়ে যাবে।’

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইডিবি হলে নিজ তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘বন্যায় যাদের ক্ষতি হয়েছে তাদের কষ্ট দূর করার জন্য সরকার চেষ্টা করেছে আরও করবে। সরকার আমাদের সাথে আছে। শেখ হাসিনা যা বলেছেন, তাতে আমি অবাক হয়ে গেছি, যারা অসহায় ভূমিহীন, জমি নাই, ভিটাও নাই তাদের দুই শতক জায়গায় ঘর করে দিবে। আমার জীবনে আমি এর থেকে ভালো কাজ দেখি না।’ 

তিনি আরও বলেন, ‘এই বারের বন্যায় গরিবের কষ্ট হয়েছে বেশি। কাঁচাঘর, সনের ঘর বন্যার পানি ঠেলে নিয়ে গেছে। সরকার সহায়তা করছে, আরও করবে। আপনাদের কাছে অনুরোধ সরকারকে একটু  সময় দেওয়ার। 

পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনা গরিবের সরকার। ভোটে সরকার বানিয়েছেন। আপনারা ভোট দিয়েছেন এর জন্যই সরকার হয়েছেন। আবার ভোট দেওয়ার সময় আসবে, মনে হলে ভোট দিবেন না দিলে নাই। আল্লাহ সাক্ষী, ন্যায় বিচারের ভোট দিবেন,  কে আপনার উপকার করছে তাকে ভোট দিবেন। যে উপকার করছে না তাকে ভোট দিবেন না।’

এসময় উপস্থিত ছিলো অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল হাসনাতসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। একই সময়ে উপজেলার ৪২৮ জনের মাঝে ১২৫০ টাকা করে ৫ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭