ইনসাইড গ্রাউন্ড

টাইগারদের জরিমানা করলো আইসিসি


প্রকাশ: 09/08/2022


Thumbnail

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও পরাজয়ের দেখা পায়  বাংলাদেশের। প্রথম ওয়ানডে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে হেরেছে তামিম-মুশফিকরা। এবার সিরিজ হারের হতাশার পাশাপাশি আইসিসির দেয়া শাস্তির মুখে পড়োলো তামিম ইকবালরা।

হারারে স্পোর্টস ক্লাবে রোববার (৭ আগস্ট) খেলতে নামা বাংলাদেশের মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় আইসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে টাইগার দল। যেটা কিনা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

তামিম ইকবাল স্লো ওভার রেটের দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭