ইনসাইড গ্রাউন্ড

বৃহস্পতিবার হতে পারে এশিয়া কাপের দল ঘোষণা


প্রকাশ: 09/08/2022


Thumbnail

২৭ আগস্ট থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের এই আসর। ইনজুরি ও অধিনায়ক নির্বাচন নিয়ে জল্পনার মাঝে ঘনিয়ে আসছে এশিয়া কাপের দল ঘোষণা করার নির্ধারিত সময়। এর আগে ৮ আগস্টের মধ্যে দল ঘোষণা করার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিস) থেকে সময় চেয়ে আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

আগামী বৃহস্পতিবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে পারে বিসিবি। তবে এইবার স্কোয়াডে না পাওয়ার সম্ভাবনা বেশ কিছু ক্রিকেটারকে। তার মধ্যে  সবার শুরুতেই রয়েছেন নুরুল হাসান সোহান। আঙ্গুলের ইনজুরি নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যাওয়ার পর সেখানে অস্ত্রোপচারই করতে হয়েছে তাকে। যার ফলে এশিয়া কাপেও খেলতে পারবেন না বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। তাকে বাদ দিয়েই দল ঘোষণা করতে পারে বিসিবি।

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীনই বাঁ-হাতের তর্জনিতে আঘাত পান তিনি। জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকে ছিটকে পড়ার পর এবার ছিটকে গেলেন এশিয়া কাপ থেকেও।

এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে পড়েছেন লিটন দাস। হালকা ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। পিঠের ব্যথার কারণে দীর্ঘসময় মাঠের বাইরে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া পেসার শরিফুল ইসলাম এবং ব্যাটার মুশফিকুর রহীমও হাঁটু এবং আঙ্গুলে ব্যাথা পেয়েছেন বলে জানা গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭