ইনসাইড গ্রাউন্ড

জিম্বাবুয়ে সিরিজে হারের কারণ খুঁজছেন ডোনাল্ড


প্রকাশ: 09/08/2022


Thumbnail

চলতি বছরের মার্চে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। দায়িত্ব নেয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টেই বাংলাদেশ দলকে দক্ষিণ আফ্রিকায় তাদেরই মাটিতে হারাতে দেখেন তিনি। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানদের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ডোনাল্ডের ভাষায় তখন ক্লাসি দল ছিলো টাইগার বাহিনী।

ওয়ানডে সুপার লিগের সেই সিরিজটি বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানের সিরিজ জয়। কিন্তু কয়েক মাসের ব্যবধানে একই কন্ডিশনে প্রতিপক্ষ জিম্বাবুয়ের কাছে সিরিজ টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ হারলো বাংলাদেশ। কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি ক্যান এমন হচ্ছে।

ডোনাল্ড বলছিলেন, ‘একদম একই কন্ডিশনে খেলা কিন্তু। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা কী ক্লাসি দল ছিলাম দক্ষিণ আফ্রিকায়, ঠিক এমন কন্ডিশনে। সেখানে আমরা কীভাবে বল করেছি, আমরা মাঝের ওভারে কীভাবে সেখানে উইকেট নিয়েছি। এখানে আমরা নতুন বলে ভালো করছি। কিন্তু মাঝের ওভারে, যেখানে উইকেট নেওয়ার আরও সুযোগ ছিল, তখন কোনো উত্তর খুঁজে বের করতে পারিনি।’

জিম্বাবুয়ে সফর শেষে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। এরপর আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানকার কন্ডিশনও ঠিক হারারের মতোই হবে বলে মনে করেন ডোনাল্ড। সেজন্য দলকে মানসিকভাবে প্রস্তুত নিতে ডোনাল্ড বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটগুলো ঠিক এমনই হবে। অস্ট্রেলিয়ার উইকেট সব সময় ভালো। এশিয়া কাপ দুবাইয়ে। সেখানেও কন্ডিশন এমনই থাকবে। আমি জানি সেটা টি-টোয়েন্টি। এটা ওয়ানডে। তবে হ্যাঁ, সেখানে উইকেট ভালো থাকবে।’

বাংলাদেশ দলের মানসিক অবস্থা নিয়ে ডোনাল্ড বলেন, ‘কঠিন শিক্ষা পাওয়ার পর যেমন হয়, দলের অবস্থা তেমনই। আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি, কিছু বাজে সিদ্ধান্তও। আজ সকালে আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে কথা বলেছি। সিরিজ হেরেছি। কিন্তু আত্মবিশ্বাস নেওয়ার জন্য জিততে হবে। জিম্বাবুয়ে খুব ভালো খেলেছে। রাজা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। চাকাভা দেখিয়েছে তার সামর্থ্য। ওরা আমাদের চাপে ফেলেছে। আমাদের কাছে এর কোনো উত্তর ছিল না। এটা ড্রেসিংরুমে বসে দেখা কঠিন। কারণ, আপনি কিছু করতে পারবেন না। সিদ্ধান্ত নেওয়াটা ক্রিকেটারদের কাজ।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭