ওয়ার্ল্ড ইনসাইড

ট্রাম্পের বাসায় তল্লাশির ঘটনায় রিপাবলিকানদের ক্ষোভ


প্রকাশ: 10/08/2022


Thumbnail

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তল্লাশির ঘটনার সমালোচনা করেছেন রিপাবলিকানদের শীর্ষ নেতারা।

‘সিএনএন’ অনলাইনের মাধ্যমে জানা যায়  এ ঘটনা তদন্তে প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ দাবি করেছেন রিপাবলিকান নেতারা। অনেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে সরিয়ে দেওয়ারও দাবি তুলেছেন।  

মঙ্গলবার একটি কনফারেন্স চলাকালে রিপাবলিকানরা এফবিআইয়ের অনুসন্ধান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছে বলে জানা গেছে। সেখানে শীর্ষ রিপাবলিকানরা স্পষ্ট করেছেন, তারা ডিপার্টমেন্ট অব জাস্টিসের কাছে তল্লাশির জবাব চাইবেন। আগামী শুক্রবার মুদ্রাস্ফীতি হ্রাস আইন নিয়ে কংগ্রেসে পূর্ব নির্ধারিত আলোচনা হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ ঘটনার দায় মেরিক গারল্যান্ডের ওপর চাপিয়েছেন। এক টুইটবার্তায় পেন্স বলেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবনে নজিরবিহীন তল্লাশি নিয়ে লাখো আমেরিকানদের গভীর উদ্বেগ প্রকাশ করছি।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭