ওয়ার্ল্ড ইনসাইড

সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি তিন দিন


প্রকাশ: 10/08/2022


Thumbnail

সংযুক্ত আরব আমিরাতের তিন দিন সাপ্তাহিক ছুটি দেয়া হচ্ছে। এ ছুটি  উপভোগ করছে বিভিন্ন কোম্পানিতে চাকরি করা অনেক কর্মী। তারা বলছে, মানুষের কাছে কেবল বেতনই শেষ কথা নয়, কর্ম জীবনে ভারসাম্য রক্ষায় ছুটিও দরকার।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানিগুলোতে তিন দিন সাপ্তাহিক ছুটি দেওয়ার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস। এছাড়াও সঙ্কর পদ্ধতিতে কর্মীরা তিন দিন বাড়িতে বসে বা অফিসে না এসে কাজ করবেন আর একদিন আসবেন অফিসে, সেই পদ্ধতিও চালু করেছে অনেক কোম্পানি। 

সেখানকার একজন বলেন, ‘আমরা যখন চাকুরি খুঁজি, তখন অনেকেই বেতনের কথা ভেবে অফার গ্রহণ করে। তার ভুলে যায় যে, এটা আসলে অতো গুরুত্বপূর্ণ কিছু নয়। আমাদের নিজেদেরকে, পরিবার, এমনকি নিজের দেহকেও সময় দেওয়া উচিত। জীবন কেবল কাজ আর অর্থেই সীমাবদ্ধ নয়। আমরা বাঁচার জন্য চাকরি করি, এছাড়া আর কিছু নয়।’




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭