ইনসাইড গ্রাউন্ড

দেশের ক্রিকেট নাকি বেটিং, সিদ্ধান্ত সাকিবের


প্রকাশ: 11/08/2022


Thumbnail

অনলাইন বেটিং সাইট বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির ফলে জাতীয় দলেই খেলার সুযোগ হারাতে যাচ্ছেন সাকিব- এটা এখন পুরোনো খবর। তবে সাকিব বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি রাখবেন নাকি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলবেন, সে সিদ্ধান্ত তাকে আজকের মধ্যেই জানাতে হবে। তা না করলে স্বাভাবিকভাবেই তিনি বাদ পড়বেন এশিয়া কাপ স্কোয়াড থেকে।

বেটুইনারের সঙ্গে সম্পাদিত চুক্তি ভঙ্গ না করলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিবের কোনো সম্পর্ক থাকবে না বলে সাফ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সরাসরি বলে দিয়েছেন, ‘সাকিব ইস্যুতে দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নেই। বিসিবি প্রথম দিকের মতো অটলই আছে। আমি যখন এসেছি বোর্ডে তখনই বলেছি এসব ইস্যুতে জিরো টলারেন্স। কোনোভাবেই বিসিবি এগুলো গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা দিক বা না দিক। যে কারণে আশরাফুলের মতো খেলোয়ায়ড়কে আমাদের বাদ দিতে হয়েছে। সুতরাং এখানে কোনো সুযোগ নেই।’

বেটিং কোম্পানির সঙ্গে চুক্তির খবর বিসিবির নজরে আসার পরই কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল সাকিবকে। সেই চিঠির জবাব গতকালই (বুধবার) দেওয়ার কথা থাকলেও নির্বিকার ছিলেন সাকিব। এশিয়া কাপের দল ঘোষণাও তাই থমকে আছে। বৃহস্পতিবারের মধ্যে তার জবাব পাওয়া যাবে বলে আশা করছে বোর্ড। সেক্ষেত্রে শুক্রবার-শনিবারের মধ্যে দল ঘোষণা করা হবে বলে জানালেন বিসিবি সভাপতি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিবকে আমরা একটা চিঠি দিয়েছি। এর উত্তর আজকের মধ্যে পাওয়ার কথা। গতকালকের মধ্যেই পাওয়ার কথা ছিল; কিন্তু শুনেছি সে বলেছে আজকের মধ্যে দেবে। তো আজকের দিনটা অপেক্ষা করতে হচ্ছে।’

চিঠি পাওয়ার পরই সাকিবের সম্পর্কে সিদ্ধান্ত নেবে বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমরা হাতে লিখিত কাগজ না পাব, আমরা যে চিঠি দিয়েছি, সেটার জবাব না পাব এবং সেটা সন্তোষজনক না হওয়া পর্যন্ত আমরা ওকে দলে নেওয়ার সুযোগ দেখি না।'

বাংলাদেশ দলের হয়ে খেলতে হলে কিংবা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকতে হলে অবশ্যই বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করতে হবে। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘(বেটিং সাইটের সঙ্গে) কোনোরকম সম্পৃক্ততা থাকলে সম্ভব নয়। সম্পূর্ণভাবে ওখান থেকে বের হয়ে আসতে হবে। নইলে আমাদের দলেই থাকবে না, অধিনায়কত্ব তো পরের ব্যাপার। দলে থাকারই সুযোগ নেই। এটা নিয়ে কোনো আলোচনারই সুযোগ নেই। সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া এবং আমাদের ভাবনায় আমরা পরিষ্কার।'

এমনকি বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল না করলে বোর্ডের সঙ্গেও সম্পৃক্ত থাকবে না বলে জানান পাপন। তিনি বলেন, ‘বোর্ডের সঙ্গেই কোনো সম্পর্ক থাকবে না (সাকিবের)। বেটিংয়ের সঙ্গে যার কোনোরকম সম্পর্ক আছে, এরকম কারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭