ইনসাইড গ্রাউন্ড

নিবন্ধিত না হলে বার্সা ছাড়বেন ক্রিস্টেনসন ও কেসি


প্রকাশ: 11/08/2022


Thumbnail

স্প্যানিশ লা লিগার আর্থিক নিয়মের বেড়াজালে বেশ কয়েকজন নতুন ফুটবলারকে এখনো নিবন্ধিত করতে পারেনি বার্সেলোনা। এই তালিকায় আছেন ফ্রি ট্রান্সফারে দলে সম্প্রতি যোগ দেওয়া আন্দ্রেয়াস ক্রিস্টেনসন ও ফ্রাঙ্ক কেসি।

লা লিগা শুরুর আগেই তাদের দু'জনকে বার্সেলোনা নিবন্ধিত করতে না পারে তবে দু'জনই ক্লাব ছাড়তে চান, খবর ইএসপিএনের।

প্রতিবেদনে আরো বলা হয়, বার্সেলোনার সঙ্গে চুক্তির সময় একটা ধারা রাখা হয়েছিলো, লা লিগা শুরুর আগে যদি নিবন্ধিত না করতে পারে তবে বিনামূল্যে তাঁরা চলে যেতে পারবেন।  

এখন পর্যন্ত নতুন করে পাঁচ ফুটবলারকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ক্রিস্টেনসন ও কেসি ছাড়া বাকি তিনজন হল; রবার্তো লেভানদোস্কি, জুল কুন্দে ও রাফিনিয়া।

এছাড়াও চুক্তি নবায়ন করেছেন উসমান দেম্বেলে ও সের্হিয়ো রবার্তো। তাদেরকে নিবন্ধিত করার ব্যাপারে আশাবাদী বার্সেলোনা। আগামী শনিবার রাতে রেয়ো ভায়াকানোর বিপক্ষে মাঠে নামার আগে নিবন্ধিত হতে পারেন তারা।

ইএসপিএন আরও জানিয়েছে এই সপ্তাহের মধ্যেই ক্রিস্টেনসেন এবং কেসিকে নিবন্ধন করতে না পারে তবে তারা তাদের এজেন্টদের সঙ্গে কথা বলে সমাধান খুঁজবেন। এবং মাস শেষ হওয়ার আগেই ক্লাব খুঁজতে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন। আগামী ৩১ আগস্ট বন্ধ হয়ে যাবে গ্রীষ্মকালীন দলবদল।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭