লিট ইনসাইড

তবে কী এখনও বসন্ত আসেনি


প্রকাশ: 12/08/2022


Thumbnail

সমাপ্তি

কথা ছিলো তোমার ঠোঁটে ঈষৎ বেঁচে থাকা হবে
তোমার বুকের সীমান্তে  হবে দিন-রাত্রি জীবন-যাপন
তোমার দেহের কস্তূরী ঘ্রাণ খুঁজে হবো হয়রান!
ঝকমকে আকাশ আর নীলিমা দেখে কাটিয়ে দিবো,
চলে যাবো সেখানে,যেখানে মাঝে মাঝে সাদা মেঘ ভেসে বেড়ায়।

অথচ আমার জীবন আজ বগা লেকের মতো স্থবির,
তবে কী আমি ধরে নেবো বসন্ত আজও আসেনি?

কথা ছিলো শহর জুড়ে বৃষ্টি হবে যখন,  
তুমি সেই মুষল ধারে বৃষ্টিতে খুলে দিবে তোমার চুল!
খোলা চুলে কোমড়ে আঁচল পেঁচিয়ে ভিজবে তুমি!
রূপসা ব্রীজে রিমঝিম বৃষ্টিতে আমাদের ভেজা হবে।

আর তার জন্যে তুমি ব্যতীত কোন মেয়েকে স্বীকার করিনি আমি,
হয়েছি তোমার চোখের কাজলে ডুবে যেতে যেতে বদ্ধ উন্মাদ।

তবে কেনো,তোমাকে ভালোবাসার অপরাধে আমার হৃদয় রক্তাক্ত হলো?
আমার যাপিত জীবন সব তছনছ হলো,লন্ডভন্ড হলো!

কথা ছিলো,

ঝকঝকে সোনালী রৌদ্র স্নান সেরে এলো চুল শুকাবে তুমি
গাছের ছায়ার নীচে বসে ঝির ঝির পাতার ফাঁকে বাতাসে দুলবে তোমার নথ! 
দীপ্তময় রাখালের বাঁশীর সুরে আমাদের একান্ত একটা বিকেল হবে!

টি টেবিলে বসে পায়ের উপর পা তুলে ধূমায়িত কফিতে চুমুক দিতে দিতে,
ভুলে যাবো আমাদের এতদিনের না পাওয়া সব ইতিহাস!

আমার সকাল- বিকেল সবুজ ঘাসের বিছানায় বসে
এক ঝাঁক পাখি ডানা মেলে আকাশে উড়া দেখতে 
তোমার হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে কাটিয়েই দিব আস্ত একটা জীবন! 

তবে কেনো আজও আমি পুড়ে যাই অধিকারের তৃষ্ণায়
যেমন করে পুড়েছিলো আস্ত একটা রোম!

কথা ছিলো আমাদের একসাথে থাকা হবে,
যেমন সাজেকে বুনো রাত্রি,নীলগিরিতে ক্যাম্প ফায়ার আর বান্দরবানের সাইরুতে রাত্রি যাপন;
আমরা যাবো ব্যস্ততা ভুলে পাহাড়ে,আমাদের স্বাগত জানাবে-
ঝর্ণা, নদী, পাখি ও গাছ এদের সাথে বলবো আমরা কথা!

লং মার্চে তোমার সাথে জীবন পাড়ি দিতে নেমে যাবে এ,
অবুঝ হৃদয় আর আমি বুঝলাম তাতেই আমার বড্ড ঝোঁক। 

তবে কেনো আজও আমার একাকী রাত্রি নামে বিষন্নতায়,
আজও কেনো চলে যায় দিন মোহে,দ্রোহে ও শোকে!

কথা ছিলো আমাদের অমিল যাই হোক,আমরা দুজনে থাকবো সাথে,
একটাই তো আমাদের ছোট্ট পৃথিবী হাতে হাত ধরে বেঁচে থাকার সংগ্রামে তোমার সাথে থাকতেই ভালো লাগবে!
আমার অনুভূতির রিদম, বিশ্বাসের টিউন রোজ রোজ রচনা করেছি তোমার সাথে,
মনের অভাব বোধ,তোমায় বড্ড চুমু খেতে চায়;
আর তোমাকে ঠিকঠাক চিনে গেলেই তুমি পর হয়ে যাও!
উপরে বসে চুপেচাপে হাসেন আমার ঈশ্বর!

আমি তবু বলেছি মাননীয় ঈশ্বর আমার চোখ গুলো খুলে নিন,
একবার অন্তত একটিবার চেয়ে দেখুন আমার দৃষ্টিতে,
কী অসহায় অসহ্য যন্ত্রণায় পুড়ছি বসন্ত আসবে বলে!

সমাপ্তি,

যদি এমন হতো,

প্রত্যুষে স্নান করে ঘরে ঢোকামাত্র কল্পনা করলাম আহা ঈশ্বরের কৃপায় আজিকে তুমি যদি থাকতে তবে কী প্রেমময় পরিবেশটাই না হতো।
একে তো ভাদ্র মাসের লজ্জাহীনতায় ফেলে দেয়া গরম, 
তাহার উপর কেটলি গরমসম জল দ্বারা করেছি স্নান। 
এমন অবস্থায় ঘর জুড়ে যদি বিরাজ করতে তুমি প্রিয় বিরহী-বিধ্বংসিনী, 
তবে আর বিদ্যুৎ পাখার প্রয়োজন-ই পড়তো না!

এক গ্লাস লেবুর শরবত  নিয়ে মৃদু স্বরে আমাকে ডেকে তুলতে,
বার কয়েক ডাকবার পরেও আমার ঘুম যদি না ভাঙতো তবে, 
অভাজনের স্নানসিদ্ধ ভেজা চুল ছড়িয়ে দিতে আমার মুখাবয়বে!
এমন সময় আমি হুট করে জড়িয়ে ধরে কানের পাশে ঠোঁট  ছুঁইয়ে,
ফিস ফিস করে বলতাম -এবার কোথায় যাবে সোহাগী?

তবে এতটুকু জানি আমার যদি থাকতো কিছুটা বেশি কিংবা তোমার যদি থাকতো কিছুটা কম তবে,
কোনো এক দিগন্তে নদীর তীরে আকাশের কাছে,
কাশবনের পরে এক নিরালা নীড়ে আমরাও ডানা মেলে উড়তাম!

আজকাল কোথা হতে কী হয়ে যাচ্ছে,কে কোথায় আসছে-যাচ্ছে;আমি তার কিছুই বুঝতে পারিনা !

আজকাল ঢাকা থেকে খুলনা যাওয়া যেন এলাকার দোকানে ঘুরতে এলাম,
তবে তোমার মনের কাছে পৌঁছুতে কেনো আমার এতো বসন্ত লেগে গেলো?


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭