ইনসাইড বাংলাদেশ

চট্রগ্রামে করোনায় শনাক্তের হার ২.৬৩ শতাংশ


প্রকাশ: 13/08/2022


Thumbnail

চট্টগ্রামে বেশ কিছুদিন ধরে স্থিতিশীল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমে ২ দশমিক ৬৩ শতাংশে নেমেছে।

শনিবার (১৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় মাত্র ৭৬টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ দিন চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তরা মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৬০ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯ হাজার ৭৮২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৭৮ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭