কালার ইনসাইড

রাজ-মিমকে নিয়ে নতুন খবর দিলেন রাফি


প্রকাশ: 13/08/2022


Thumbnail

ঝরাজীর্ণ প্রেক্ষাগৃহের আবার প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘদিন পরে প্রেক্ষাগৃহে দশর্ককের ভিড় আর টিকেটের জন্য দীর্ঘ লাইন দেখা গিয়েছে। আর এর শুরুটা হয়েছে ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমার মধ্য দিয়ে। এই সিনেমাটির চলচ্চিত্র শিল্পের গতি এনে দিয়েছে। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। মুক্তির পর থেকে এখন পর্যন্ত বেশ দাপটের সাথেই চলছে ছবিটি। এই মধ্যে এই পরিচালকের ‘দামাল’ সিনেমা মুক্তি ঘোষণা দিলেন। ২৮ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। 

তিনি বলেন, ‘দামাল’ ২৮ অক্টোবরে প্রেক্ষগৃহে আসবে ইনশাআল্লাহ। আমি আশা করি ‘পরাণ’ অক্টোবর পর্যন্ত চলবে। ‘দামাল’ আমার কাছে ড্রিম প্রজেক্টের মতো প্রজেক্ট। আমার যেমন ‘পোড়ামন ২’কে ‘দহন’ ছবি ছাড়িয়ে গেছে। দহনকে ‘পরাণ’ ছাড়িয়ে গেছে। আমি আশা করি ‘দামাল’ আমার সকল সিনেমাকে ছাড়িয়ে যাবে।

তিনি আরও বলেন, এটি আমার একটি ড্রিম প্রজেক্ট। মুক্তিযুদ্ধ নিয়ে আমার প্রথম কাজ। আমার মনে হয় মুক্তিযুদ্ধকে নিয়ে আগে এভাবে কাজ হয়নি। ‘পরাণ’-এর চাইতেও বড় চমক থাকবে এই ছবি।

স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’র কাহিনি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ, যা অনেকের কাছে অজানা। সেই অজানা বিষয়গুলো উঠে আসবে ‘দামাল’-এ।

সিনেমাটি শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’—এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭