ইনসাইড গ্রাউন্ড

মৃত্যু হুমকি পেয়ে ক্লাব ছাড়লেন উইলিয়ান


প্রকাশ: 13/08/2022


Thumbnail

বাজে ফর্মের কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান ও তার পরিবার। এই ঘটনার প্রেক্ষিতে স্বদেশি ক্লাব করিন্থিয়াস ছাড়লেন তিনি।

খবরটি নিশ্চিত করেন করিন্থিয়াসের প্রেসিডেন্ট দুইলিয়ো মন্তেইরো আলভেস। এদিকে 'গ্লোবো এস্পোর্তে'- দেয়া সাক্ষাৎকারে উইলিয়ান বলেন, 'করিন্থিয়াস যখন হারে এবং আমি খারাপ খেলি; আমার পরিবারকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগের মাধ্যমে হুমকি ও অপমানসূচক মন্তব্য করা হয়। আমার স্ত্রী, সন্তানের পর সম্প্রতি তারা আমার বাবা এবং বোনকেও হুমকি দিয়েছে।'

গত মৌসুমেই আর্সেনাল ছেড়ে নিজ দেশ ব্রাজিলের শীর্ষ ক্লাব করিন্থিয়াসে যোগ দেন উইলিয়ান। ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন ৪৫ ম্যাচে। তবে মাত্র ১টি গোল করেছিলেন সাবেক চেলসি তারকা।

ব্রাজিল জাতীয় দলের একসময়ের নিয়মিত সদস্য উইলিয়ান শিগগিরই ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহ্যামে ফিরছেন বলে জানা গেছে।  

সর্বশেষ নয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে করিন্থিয়াস। গত বুধবার কোপা লিবার্তাদোরেসে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে করিন্থিয়াস।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭