ইনসাইড পলিটিক্স

রাষ্ট্রধর্ম বাতিল করতে চেয়েছিলাম, ২-১ জনের আপত্তিতে সম্ভব হয়নি: আমু


প্রকাশ: 13/08/2022


Thumbnail

বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনের সময় রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিলো। তবে দু-একজনের আপত্তির কারণে তা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

শনিবার (১৩ আগস্ট) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘সংবিধানের ১৫তম সংশোধনীর সময় রাষ্ট্রীয় ধর্ম বাতিল করতে চেয়েছিলাম। কিন্তু ২-১ জন সদস্য ভেটো দেওয়ায় তা করা সম্ভব হয়নি।’

দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনে ২০১০ সালে যে বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল, তাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ছিলেন আওয়ামী লীগের প্রবীণ এই নেতা। সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান, সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে গঠিত ওই কমিটিতে ১৪ দলের নেতাদের বাইরে কেবল সদস্য ছিলেন জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুও এই কমিটির সদস্য ছিলেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করে আমু বলেন, ‘ওই সময় আমাদের নেতৃত্ব কেন ঘোষণা দিতে পারল না, সে কথা আজকে বলতে চাই না।’ 

আমু বলেন, ‘একটা তদন্ত কমিশন সময়ের দাবি। দুই বছর আগেও আমরা বলেছি। একটা বিচার বিভাগ হোক বা গণকমিশন হোক, সেটা গঠন করে তদন্ত করে নেপথ্যের নায়কদের খুঁজে বের করা হোক।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭