ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৮ জন


প্রকাশ: 14/08/2022


Thumbnail

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ২০ শতাংশ।

রোববার (১৪ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য  জানানো হয়।

এদিন চট্টগ্রামের ৭টি ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি হাসপাতালে ৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৬টি, সিভাসু ল্যাবে ১৯টি, শেভরণে ১৯টি, আরটিআরএল ল্যাবে ৩টি, ইপিক হেলথ কেয়ারে ৩১টি, মেট্রোপলিটন হাসপাতালে ৪টি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৬ জন মহানগর এলাকার এবং ২ জন হাটহাজারী ও মীরসরাই এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৬৮ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৭৮৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৮০ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭