ইনসাইড পলিটিক্স

আগস্টের পর কি সহিংস হবে রাজনীতি?


প্রকাশ: 14/08/2022


Thumbnail

রাজনৈতিক মাঠ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও আওয়ামী লীগ শোকের মাসে কোনো রকম কর্মসূচি পালন করে না, শুধুমাত্র জাতির পিতার প্রতি সম্মান জানানো ছাড়া। কিন্তু এবার আগস্ট মাসে আওয়ামী লীগ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। প্রায় এক যুগ পর আওয়ামী লীগ প্রথা ভেঙ্গে রাজপথে রাজনৈতিক কর্মসূচি নিলো শোকের মাসে। ১৭আগস্ট সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে আওয়ামী লীগ। বিএনপি আমলে সারাদেশে একযোগে বোমা হামলার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ সামনের দিনগুলোতে আরও বড় ধরনের কর্মসূচি দিয়ে মাঠে নামবে বলে জানানো হয়েছে। গতকাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগস্ট মাস যেতে দেন, দেখবেন কত ধানে কত চাল। স্পষ্টতই আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে আন চ্যালেঞ্জ ছেড়ে দিবে না। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন যে, শোকের মাস এলেই বিএনপির অন্য রকম চিন্তা মাথায় আসে। তারা নানা রকম অপকর্মে লিপ্ত হয় এবং রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করে। এবারও তারা একই পথে হাঁটছে। বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে অসত্য বানোয়াট কথা জনগণের কাছে প্রচার করছে। এমন সব কথাবার্তা বলছে, যে সমস্ত কথাবার্তা মনে হতে পারে আওয়ামী লীগ বোধ হয় দুর্বল হয়ে গেছে। কিন্তু আসলে আমরা দুর্বল হয়নি।

অন্যদিকে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন যে, আওয়ামী লীগ যদি মাঠে অরাজকতা করতে নামে তাহলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। উল্লেখ্য যে, বিএনপি প্রতিদিনই এখন কোনো না কোনো কর্মসূচি নিচ্ছে এবং সেপ্টেম্বর প্রথম সপ্তাহ থেকে তারা আরও বড় ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে বলে জানা গেছে। বিএনপির নেতারা জানিয়েছেন যে, সেপ্টেম্বরে শুরু থেকে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করা হবে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ইত্যাদি বিষয় নিয়ে নিয়মিত কর্মসূচি পালন করবে দলটি। ফলে এ সমস্ত কর্মসূচি গুলোকে যদি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা  করতে চায় তাহলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। ইতোমধ্যে ভোলা, কুমিল্লা ইত্যাদি এরকম কয়েকটি জায়গায় রাজনৈতিক উত্তপ্ত ছড়িয়েছিল। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিএনপির নেতাদের সংঘর্ষের ঘটনা ঘটে। সামনের দিনগুলোতে এই সহিংসতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক সূত্রগুলো বলছে যে, রাজনৈতিক পরিস্থিতিকে সহিংসতার দিকে নিয়ে যেতে চাইছে বিএনপি। বিএনপি চাইছে এমন একটি অরাজক পরিস্থিতি করতে যেখান থেকে সরকার সহিংসতাকে আলিঙ্গন করে এবং রাজনৈতিক পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। কারণ বিএনপি মনে করে যে, আওয়ামী লীগ যদি রাজপথে নামে তাহলে বিএনপির সঙ্গে তাদের সংঘাত ঘটবে এবং এই সংঘাতটি রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করবে। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন যে, তারা আনচ্যালেঞ্জ ছেড়ে দেবেন না মানে রাজপথে সহিংসতার ঘটাবেন আওয়ামী লীগ এ ব্যাপারে সর্তক। আওয়ামী লীগ জানে যে, বিএনপি একটি কৌশল নিয়ে এগোচ্ছে। সে কৌশলটি হলো যেকোনো পরিস্থিতিতে একটি উত্তেজনা তৈরি করা এবং সহিংসতা তৈরি করা। এখন দেখার বিষয় যে আগস্ট মাস গেলে যখন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেবে তখন পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে ওঠে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭