ওয়ার্ল্ড ইনসাইড

কিমকে পুতিনের চিঠি


প্রকাশ: 15/08/2022


Thumbnail

সদ্যই করোনার বিরুদ্ধে নিজেদের জয়ী ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। অন্য দিকে ইউক্রেন অভিযানের সাথে বিশ্ব নিষেধাজ্ঞা ও সমালোচনাও সমানতালে সামলে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে সেনা অভিযানের শুরু থেকেই রাশিয়ার প্রতি সমর্থন জানিয়ে আসছে কিমের পিয়ংইয়ং।

রাশিয়ার প্রেসিডেন্টও এবার কিমকে চিঠি লিখেছেন। আর সেই চিঠিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার কথা দিয়েছেন পুতিন। এমন খবরই দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

কোরীয় উপদ্বীপের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় উত্তর কোরিয়ার সাথে একযোগে কাজ করার কথাও ওই চিঠিতে উল্লেখ করেছেন পুতিন, এমন দাবিই করেছে উত্তরের রাষ্ট্রীয় গণমাধ্যম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭