লিট ইনসাইড

পিতার দাফন


প্রকাশ: 15/08/2022


Thumbnail

চাপ চাপ রক্ত আকরে লিখা আগষ্টের নিশুতি রাতগুলো-
দু’কন্যার বুকের পুকুরে তুমুল ঝড় তোলে,
হিম কুয়াশার মতো অসমাপ্ত গল্পের সুর তোলে ।
বাঙালী কী দিয়েছে পিতাকে —
জেল জুলুম অত্যাচার লক্ষকোটি নির্ঘুম রাত,,,,,.
আর আমরা পেলাম স্বাধীনভূমি-ভোট-ভাত।
বাঙালী কী দিয়েছে পিতাকে ? 
বিশ্বাসঘাতকতা  -প্রত্যাহত রাত , আমরা পেয়েছি স্বাধীনতা-অঢেল-অকৃত্রিম ভালোবাসা,
বিশ্বাসী হাত-অবারিত স্বপ্নীল আকাশ-শ্রেষ্ঠ কবিতা-ভাষা।
পিতা দিয়েছেন—
শৈশব কৈশোর যৌবন সংসার পুরো জীবন।
অকৃতজ্ঞ বাঙালী কী দিয়েছে—
হায়েনার ছোবল,কপটতার ভাঁজে ভাঁজে শ্বাপদের বিচরন ,
আর ঐ মায়ার বুকে চালিয়েছে গুলি দু’ডজন।
হতভাগা বাঙালী কিছুই দিতে পারেনি তাঁকে , নিয়েছে আজীবন।

টুঙ্গিপাড়ার পবিত্র ভূমিতে ঘুমিয়ে আছেন,
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
রেডক্রিসেন্ট রিলিফের শাড়ী দিয়ে হলো তাঁর কাফন-
এক টুকরো পাঁচশো সত্তর সাবান দিয়ে হলো তাঁর দাফন,
ছিল না আগরবাতি লোবান কাঠি গোলাপজল,
কার্ফু জারির শিকলে বাঁধা ছিল মানুষের ঢল ।
পঁচাত্তরের ষোলই আগষ্টের দুঃখ ঝরা দুপুর-শোকের স্তব্ধতা,
মেঘভাঙা কান্না -সবুজ ঘাসেদের মৌনতা 
আজও অপেক্ষায়—

হে প্রজন্ম এ পাপ আমাদের,
আজ এই নিসর্গে—
এই আগষ্টে-
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে  
শুধিতে হবে এ ধার সকলের ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭